RAMADAN BIG SALE

COMING SOON

**Ramadan Big Sale অফার এর শর্তাবলীঃ

🎉অফারটি ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে ৷

🎉অফারটি অনলাইন ক্রয় এবং অফলাইন ক্রয় উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ।

🎉এই অফারের জন্য অন্য কোন প্রোমো কোড বা ভাউচার ব্যবহার করা যাবে না।

🎉স্টক শেষ না হওয়া পর্যন্ত অফারটি বৈধ থাকবে।

🎉অফার চলাকালীন সময়ে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে অফার প্রাইসে প্রি-অর্ডার করার সুযোগ থাকবে যা অফার পরবর্তী ৭ থেকে ১৫ কার্যদিবসে সরবরাহ করা হবে । বিঃ দ্রঃ প্রি-অর্ডারকৃত টাকা ফেরতযোগ্য।

🎉 এ অফারে যে কোনো ধরনের পরিবর্তন ও পরিমার্জন করার অধিকার কম্পিউটার ম্যনিয়া সংরক্ষন করে।

ডার্ট খেলার নিয়মাবলীঃ

১. প্রতিটি গ্রাহক পাচ্ছেন ৩ টি করে সুযোগ। ( কোনো গ্রাহক যদি ৩ টি সুযোগের মধ্যে কোনো একটি উপহারে লক্ষ বস্তু স্পর্শ/ছেদ করতে পারে সেই ক্ষেত্রে গ্রাহক-এর জন্য পরবর্তী আর কোনো সুযোগ থাকবে না। )

২. একটি নির্ধারিত দূরত্ব বজায় রেখে আপনার লক্ষ বস্তু ছুরে মারুন।

৩. লক্ষবস্তু যেই অংশটিতে স্পর্শ/ছেদ করবে, সেখানে থাকা উপহারটি আপনাকে সংগ্রহ করে নিতে হবে।

৪. উপহারটি সংগ্রহ করার জন্য দায়িত্বে থাকা সেলসম্যানদের সাথে যোগাযোগ করুন।

৫. উপহারটি সংগ্রহ করার পূর্বে আমাদের গুগল পেজটিতে রেটিং দিয়ে আমাদের সাথেই থাকুন।

৬. গুগল পেজটিতে রেটিং দিতে এখানে ক্লিক করুন

বি.দ্রঃ
  • শুধুমাত্র আমাদের ফ্ল্যাগশিপ আউটলেট থেকেই আপনি ডার্ট খেলার সুযোগ নিতে পারবেন।